বাবা মা স্ত্রীকে তালাক দিতে বললে কি করবেন।
বাবা মা স্ত্রীকে তালাক দিতে বললে কি করবেন।
যদি বাবা মা শরিয়তের দৃষ্টিতে গ্রহনযোগ্য কোন কারন দর্শায় যেমন সে পরকিয়ায় লিপ্ত, বা আরো অন্য কোন যুক্তি সঙ্গত কোন কারন দেখিয়ে তালাক দিতে বলে তখন তাদের আদেশ আপনাকে মানতে হবে। তাছাড়া অযুক্তিক কোন কারণ দেখায় তাহলে আদেশ মানতে হবে না।
কারণ আল্লাহ ছাড়া অন্য কারো কথা মানা জরুরী না যদি সে কথা মানতে গিয়ে আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন হয়, তাহলে তালাক দিলে কিভাবে লঙ্ঘন হবে? এখানে দুটি বিষয় আছে-
১. তালাক হল আল্লাহ পাকের কাছে সবচেয়ে অপ্রিয় বৈধ নিয়ম। আল্লাহর সবচেয়ে অপছন্দের হালাল জিনিষ। এটা একান্ত প্রয়োজন না হলে একাজ করা ঠিক না। অত্এব যদি যুক্তি সঙ্গত কোন কারণ না থাকে তাহলে আল্লাহ অপছন্দনীয় কাজ করা হল।
২. আল্লাহ পাক যে স্বামী স্ত্রী সম্পরকের যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামত টা আপনি ভঙ্গ করছেন এই নিরদেশ মানতে গিয়ে।
৩. স্ত্রীর প্রতি যুলুম অবিচার হয়। যদি যুক্তি ছাড়া আপনি তালাক দিয়ে দেন তাহলে সেই মহিলার প্রতি আপনার অন্যায় করা হল। অত্যাচার করা হল।
তাই আমরা এক কথায় বলতে পারি সঠিক কারণ ছাড়া স্ত্রীকে তালাক দেওয়া যাবে না।
এই তথ্যটি যদি আপনার ভাল লেগে থাকে তাহলে সবার অবগতির জন্য শেয়ার করতে ভুলবেন না প্লিজ। যে কোন অভিমত, বা সমালোচনা করার থাকলে কমেন্ট করে জানাবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে ।
রচনা– এম, আব্দুল্লাহ আল মামুন
কোন মন্তব্য নেই