Header Ads

এসএসসি পরীক্ষার রেজাল্ট ৩১ মে


এসএসসি পরিক্ষার রেজাল্ট ৩১ মে


    মাধ্যমিক ও সমমানের পরীক্ষার রেজাল্ট ৩১ শে মে প্রকাশ করা হবে। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রনালয়ের সংবাদ সম্মেলনে এ কথা পরিস্কার জানিয়ে দিয়েছেন।




    ঐ দিন অর্থাৎ ৩১ শে মে সকাল ১০ টায় গনভাবন থেকে মাননিয় প্রধানমন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষার পরিসংখ্যান ও ফলাফল ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে সুন্দর ভাবে প্রকাশ করবেন।

     বৃহস্পতিবার এক চিঠির মাধ্যমে পরীক্ষার রেজাল্ট প্রকাশের এই তারিখ ও টাইম কনফ্রাম করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। এই খবর বিজ্ঞপ্তিতে জ্ঞ্যাপন করা হয়েছে।

      এবার এসএসসি পরীক্ষা সরস্বতী পূজা ও ঢাকা দুই সিটির ভোটের/ নির্বাচনের কারণে ১ লা ফেব্রুয়ারীতে উনষ্টিত হওয়ার কতা থাকলেও তা হয় নি । হয়েছিল ৩ রা ফেব্রুয়ারী। এই পরীক্ষা চলে ২৭ এ মার্চ পর্যন্ত। 

         এবং ব্যবহারীক পরীক্ষা চলে ২৯ শে ফেব্রুয়ারী থেকে ৫ ই মার্চ পর্যন্ত।

         এই পরীক্ষায় মোট কেন্দ্রের সংখ্যা ছিল- (৩৫১২) তিন হাজার পাঁচশত বারটি।

        এবং মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল- (২০২৮৮৮৪) বিশ লাখ আটাশ হাজার আটশত চুরাশি জন শিক্ষার্থী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.