বাংলাদেশে করোনায় সুস্থ হচ্ছে যে ঔষুধে
বাংলাদেশে
করোনায় সুস্থ হচ্ছে যে ঔষুধে
Doxisiclin And Evermectin নামক ঐষধ ব্যবহার করে। বাংলাদেশের
মানুষ মুক্তি পাচ্ছে কয়েক গুন। দেড় হাজার রুগীর উপর এই ঐষধ ব্যাবহার করে ডাক্তার গন
দাবী করেন রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে।
এ বেপারে বিশেজ্ঞরা গবেষণায় গুরুত্ব
দিচ্ছেন। বিষয়টি নিয়ে কাজ করছেন তারা এ কথা স্বাস্থ্য বিভাগও বলছে। সবচেয়ে বেশি আক্রান্ত
হচ্ছে পুলিশ কারন তারা করোনায় ফ্রন্ট লাইন যোদ্ধা। তাদের আক্রান্তের সংখ্যা দুই হাজারেরও
বেশি। প্রতিদিন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ১৭ থেকে ১৮ জন পুলিশ।
তবে গত পাঁচ দিন ধরে আক্রান্ত
হচ্ছে ১০০ জন করে। হাসপাতাল এর ডাক্তার রা বলছেন Doxisiclin And Evermectin ব্যাবহার
সেরে উঠা রোগীর সংখ্যা বেশি। তারা প্রথম দিন থেকেই সাত দিনে সাতটি করে এই ঔষধ দিয়ে
সুফল পাওয়া যাচ্ছে। তবে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বিস্তর গবেষণার তাগিদ দিয়েছেন
তাদের।
বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটির চেয়ারম্যান ডা. সায়েদুর রহমান বলেন- ভাল
ফলাফল পাচ্ছেন তারা এ ঔষধে এ ধারণা প্রচারণা বিভ্রান্তি সৃষ্টি করবে। ১০০% ফলাফলের
জন্য অপেক্ষা করা প্রয়োজন। প্রায় ৪৫ দিন যাবত অনেক কয়েকজন রোগীর উপর গবেষনা শেষে এই
দুটি ঔষধের ব্যবহারের সুফল তুলে ধরেন বক্ষব্যধি বিশিষ্ট ডাক্তার মো: তারেক আলম।
কোন মন্তব্য নেই