Header Ads

মনের মধ্যে হিংসা আছে কি না বুঝবেন কি করে।


মনের মধ্যে হিংসা আছে কি না বুঝবেন কি করে

অনেক সময় আমরা নিজেরাই অন্যের প্রতি হিংসা করি, টেরও পাইনা যে হিংসা করছি হিংসা একটি কবিরা গুনাহ পবিত্র কোরানে আল্লাহ পাক হিংসার উপরে একাধিকবার বলেছেন




আল্লাহ কাউকে দয়া করে কিছু একটা দিয়েছেন যেমন কারো ফসলটা ভাল হয়েছে, বা চাকরিতে তার প্রমশন হয়েছে এমন কোন একটা ভাল দিক আল্লাহ পাক দিয়েছেন, এটা দেখে আপনি হিংসা করছেন যে আল্লাহ দিছেন সে জন্য? তার মানে আপনি আল্লাহ পাকের এই ফয়ছালা কে মানতে পারছেন না। তার মানে আপনার ইমান আছে কিনা এটাই সন্দেহ

আল্লাহ তাকে দিয়েছেন এটা আল্লাহর ফয়ছালা, এটা নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। আপনি হিংসা করলে তার কোন ক্ষতি করতে পারবেন না। আপনার নিজের ভিতরে হিংসা আছে কিনা তা কিভাবে বুঝবেন ?

কারো কোন ভাল সংবাদ শুনে বা কারো কোন ভাল অবস্থা দেখে কিংবা কারো কোন সুখ দেখে, আপনার ভিতরে জলে কিনা দেখুন, যদি ভিতরে জলে চিনচিন করে, বা কারো ভাল দেখে আপনার মেজাজ গড়ম হয়ে গেছে এটার মানে হল আপনার ভিতরে হিংসার রোগটা আছে। এটা টেষ্ট। হিংসা টেষ্ট এর উপায় হল এটা

হিংসা থেকে আমরা খুব কম মানুষই মুক্ত আছি, এটা হারাম। আমরা অনেকই জানিই না যে হিংসা হারাম। তাই কারো প্রতি হিংসা করা যাবে না। কেনো করবো না-

এটা আল্লাহ পাকের ফয়ছালা। আল্লাহ তাকে কল্যান দিছেন, আমি তাকে হিংসা করা মানে আল্লাহর ফয়ছালাকে অস্বিকার করা, না মানা, বিদ্রোহ করা। যেটা এক প্রকার কুফুরি। অত:এব হিংসা  করা যাবে না

. এটা কবিরা গুনাহ। আমার আমল নষ্ট হয়ে যাবে

. মনকে বলতে হবে মন তাকে যে আল্লাহ কল্যান দিছে সে কল্যান আমাকেও দিতে পারে। তাকে দিছে এজন্য আমি খুশি হই তার জন্য আরো দোয়া করিইনশাল্লাহ আল্লাহ পাক আমাকেও দান করবেন। আল্লাহ পরীক্ষা করেন বান্দার উপর অনেক সময়, এই কথা নিজেকে বুঝাতে হবে এবং হিংসা থেকে বাঁচার চেষ্টা করতে হবে

আর মনে রাখতে হবে আমি যদি হিংসা করি, তার কোন ক্ষতি করা যাবে না। আমার অন্তরে জালাপোড়া হলে হার্ট একাট আমারই হবে। তার কোনই ক্ষতি হবে না

এজন্য কারো কোন কল্যান দেখলে আমাদের আরো খুসি হতে হবে।যদি মনে আপনি যতই চেষ্ট করেন নিজেকে খুশি মনে না করতে পারেন আপনার মনে ঠিকই জলে তাহলে একটা কাজ করবেন, তার জন্য দোয়া করবেন হে আল্লাহ তার যে উন্নতি দিয়েছো ভবিষ্যতে তাকে আরো উন্নতি দিও। মনে চয়না তবুও জোর করে তার জন্য দোয়া করবেন। এভাবে দেখবেন আস্তে আস্তে আপনার মন থেকে হিংসা দূর হয়ে চলে গেছে। শয়তান আপনার মন থেকে এমনিতেই বেইজ্জত হয়ে চলে যাবে
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হিংসার এই ভয়াবহ অপরাধ থেকে, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আর হিংসুক হিংসা করে আমাদের কোন ক্ষতি করতে চাইলে সেখান থেকেও আমরা যেন সঠিক ভাবে আত্মরক্ষা করতে পারি সেই তৌফিক যেন আমাদের আল্লাহ পাক দান করেন। আমিন

হিংসার উপরে এই আলোচনা যদি আপনার ভাল লেগে থাকে  তাহলে সবার উপকার  অবগতির জন্য শেয়ার করতে ভুলবেন না প্লিজ। যে কোন অভিমতবা সমালোচনা করার থাকলে  কমেন্ট করে জানাবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে 

রচনা– এমআব্দুল্লাহ আল মামুন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.